ব্রণ দূর করার সঠিক উপায়

 ব্রণ দূর করার উপায়




আসসালামু আলাইকুম । 
আমি আছি আজ মুখের ব্রণ নিয়ে কথা বলতে 

মখে ব্রণ নিয়ে কত যে কু কথা শুনতে হয় যুবক যুবতীদের 

আজ আমি চেষ্টা করব সকল ভূল ভেঙ্গে দেওয়া ও 

ব্রণ দূর করার উপায় বলে দিব 

মুখে ব্রণ হয় ১৩বছর থেকে ২৭ বছর+এর মাঝে 
আর এই সময় যাদের মুখে ব্রণ হয় তাদের শুনতে হয় নানান কথা।

( যেমন কিছু কথা বলার মত নয়, বলা হয় রাত জাগার জন্য এমন হয়  কিন্তু না এটা হয় জীবাণুর কারণে। ক্রিম ব্যবহারে কারণে। অথবা সাবান দিয়ে মুখ দোওয়ার জন্য।)
এই সব থেকে দূরে থাকবেন।{উপদেশ মাত্র }  

 এবং আরও শোনা যায়,। মুখে লেবু, মরিচ, খাবার পরে না ধোঁয়া হাত, সকালে গোসলের কাপর, হলুদ, ডিম,ক্রিম,হোমিও ঔষধ,। এ-ই সব করতে বলে সমাজের জ্ঞানী মানুষ। যা পুরাই হাস্যকর বিষয় 
যাক।

ব্রণ দূর করার জন্য যা যা লাগবে

১)ফিটকিরি 
২)গরম পানি
৩)আপনার ইচ্ছা শক্তি 

আপনার মুখ সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন
এবং নরম গামছা দিয়ে মুছে নিন

ব্রণ দূর করার উপায়


এবার পানি গরম করার জন্য পাটিল বা জগ ব্যবহার করতে পারেন 
ব্রণ দূর করার উপায়


এবার এই গরম পানিতে পরিস্কার একটুকরো ফিটকিরি দিয়ে দাও (খেয়াল করবেন পানি সাদা সাদা হয়ে যাবে তখুন ফিটকিরি উঠায় নিবেন) 
ব্রণ দূর করার উপায়


যখুন পানি কুসুম গরম  হবে তখুন সেই পানি দিয়ে মুখ ধুতে হবে 
ব্রণ দূর করার উপায়

একই উপায়ে দিনে দুইবার সকাল মুখ ধোয়ার পরে ও দুপুরে গোসলের পরে। ৫/৭দিন ব্যবহার করলে 
মুখে একটি ব্রণও থাকবে না 
এবং মুখে কোন প্রকার দাগও থাকবে না 
মুখ হবে মোলিন 

এই ফিটকিরি দিয়ে কাটা ও ঘা, সারা শরিরে চুলকানি সব দূর করা সম্ভব