CSS COLOR CODE
আসসালামু আলাইকুম...
আমরা html সম্পর্কে কিছুটা হলেও জানি..!
আমি বুঝানোর জন্য html কে ঘর বলব।
আর css কে বলব ঘর কে সাজানোর সরঞ্জাম
যেমন ধরুন রং করা স্হাপন করা
তাই আজ আমরা রং এর বিষয় আলোকপাত করব ইনশাআল্লাহ
এইখানে ক্লিক করে কালার কোর্ড দেখে নিন
আমি যদি কোন লেখাকে লাল করতে চায় তবে আমি css color এই ভাবে লেখি:
<p style="color:#ff0000;">Tawbd css color test</p>
আউট-পুট এইভাবে আসবেঃ
Tawbd css color test
[বিদ্রোহঃএই লেখাটি name.html নামে সেভ করে ক্রোম বা মোজিলা দিয়ে অপেন করলেই আউট-পুট আসবে ]
Tawbd blogger |
[লেখার পিছনে কালার করার জন্য color এর জায়গাতে background লিখতে হবে নয় তো দুইটি পাশাপাশি লেখলেও হবে
<p style="color:red;background:green;">tawbd </p>
]
css color code তৈরি তিনটি কালার দিয়ে
rgb সার্চ ইঞ্জিন এই ভাবেই চেনে।
যেমন
R-red G- green B-blue
Rgb{255,0,0}/{ff0000} [কালার মান শুরু ১-২৫৫পর্যন্ত]
এর মান হবে লাল
কেন না সার্চ ইঞ্জিন কালার কে লাল সবুজ নিল এই সারি/লাইনেই চিনতে পারে
ধরুন আমি লেখাটাকে সবুজ করব তবে আমি লেখব এমন
<p style="color:#00ff00" >tawbd blogger </p>
তবেই আমার লেখা সবুজ হয়ে যাবে
আমি জদি লেখাটা নিল করতে চায়
তবে এমুন করে লিখব
<p style="color:#0000ff;">Tawbd blogger </p>
লেখাটি সবুজ হয়ে যাবে
এবং সব কিছুর রং মিলেই তৈরি করতে পারবেন অনেক কালার
বুঝার জন্য
#ffffff সাদা কালার
#000000 কালো কালার
#ffed97 হাল্কা কমলা কালার
আরও মজার বিষয় হলো কালারে নাম দিয়ে লেখা যায়
যেমন
colo:red;
colo:green;
colo:blue;
colo:gray;
ইত্যাদি ইত্যাদি
background :red;
background :green;
background :blue;
background :navy;
ইত্যাদি কালার আপনি আপনিই তৈরি করতে পারবেন
কালার কোর্ড তৈরিই নিয়ম
আজ এতো তুকোই ভালো থাকবে
এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ